Welcome to GEO HUB (Enhance Your Geo Knowledge) Ghoralia, Santipur, Nadia, West Bengal-741404, Mobile: 8926495022 email: geohubghoralia@gmail.com

Diable copy paste

Wednesday 30 November 2022

ভূগোল সেট-৩ ( Geography set-3)

ভূগোল সেট-৩ ( Geography set-3)


১. দৈর্ঘ্য অনুযায়ী পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি?

উ:- অন্দিজ পর্বতমালা।


২. ভারতের বৃহত্তম রাজ্য (ক্ষেত্রফল ভিত্তিক) কোনটি ?

উ:- রাজস্থান। 


৩. ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?

উ:- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 


৪. ভারতে সর্বাধিক কফি উৎপাদন হয় কোন রাজ্যে ?

উ:- কর্ণাটক। 


৫. কোন কেন্দ্রশাসিত অঞ্চলের শিশু লিঙ্গানুপাত সবচেয়ে কম ?

উ:- চন্ডীগড়। 


৬. বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় ?

উ:- কোশী। 


৭. পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি ?

উ:- প্রশান্ত মহাসাগর। 


৮. আল্পস কোন জাতীয় পর্বতমালা ?

উ:- ভঙ্গিল। 


৯. গোদাবরী নদীর উৎপত্তি কোথায় ?

উ:- ত্রিম্বকেশ্বর। 


১০. ভারতের সর্বোচ্চ গম উৎপাদক রাজ্য হল ?

উ:- উত্তরপ্রদেশ। 


১১. শনির বলয় এর সংখ্যা কটি?

উ:- সাতটি।


১২. মেরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে কি বলে ?

উ:- ধান্দ। 


১৩. উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ কে বিচ্ছিন্ন করেছে ?

উ:- নিরক্ষীয় সমতল। 


১৪. মাইথন বাঁধটি কোন নদীর উপর গড়ে উঠেছে ?

উ:- বরাকর। 


১৫. পশ্চিমবঙ্গের অবস্থান-

উ:- ৮৫⁰৩০' পূর্ব - ৯০⁰ পূর্ব। 


১৬. পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বিস্তার কত ?

উ:- ৬০০ মিটার। 


১৭. দার্জিলিং হিমালয়ের পাদদেশে পূর্ব-পশ্চিমে বিস্তৃত ৫০-৩০০ মিটার উঁচু অংশ কী নামে পরিচিত ?

উ:- তরাই সমভূমি। 


১৮. উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি ?

উ:- রায়ডাক। 


১৯. ভারতের জনসংখ্যা হিসাবে কত শতাংশ পশ্চিমবঙ্গের জনসংখ্যা ?

উ:- ৭.৫৫ শতাংশ। 


২০. পশ্চিমবঙ্গে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা কোনটি ?

উ:- কলকাতা। 


২১. পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অবস্থিত-

উ:- আসাম ও বাংলাদেশ। 


২২. পশ্চিবঙ্গের কোন শহরকে "উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার"- বলা হয় ?

উ:- শিলিগুড়ি। 


২৩. পশ্চিমবঙ্গের "ধানের ভান্ডার" বলা হয় কোন জেলাকে ?

উ:- বর্ধমান। 


২৪. মামা-ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত ?

উ:- বীরভূম। 


২৫. পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বনাঞ্চল কোন জেলায় ?

উ:- উত্তর দিনাজপুর। 


২৬. "দ্বিতীয়-কাশ্মীর" কাকে বলা হয় ?

উ:- মিরিক। 


২৭. পশ্চিমবঙ্গ একটি SEZ অঞ্চলের নাম কি ?

উ:- তলফা। 


২৮. পশ্চিমবঙ্গের পূর্ব-পশ্চিমে বিস্তার কত ?

উ:- ৩২০ কিমি। 


২৯. পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত ?

উ:- ৭৭.০৮%। 


৩০. পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি ?

উ:- পুরুলিয়া। 


৩১. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি ?

উ:- আসানসোল। 


৩২. কাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ?

উ:- ক্যানিং। 


৩৩. পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি ?

উ:- ফিশিং ক্যাট। 


৩৪. কোন শহরকে "City of Spices" বলা হয় ?

উ:- কোজিকোড শহরকে। 


৩৫. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উ:- নকরেক। 


৩৬. ভারতের দক্ষিণতম পর্বতমালার নাম কি ?

উ:- কার্ডামম বা ইলাইমালাই। 


৩৭. "Sky River" নামে কোন নদী পরিচিত?

উ:- ব্রহ্মপুত্র। 


৩৮. ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কী ?

উ:- কুঞ্জিকল। 


৩৯. "তাল" কথাটির অর্থ কি ?

উ:- হ্রদ জলাভূমি। 


৪০. ভারতের গভীরতম বন্দরটি হল-

উ:- বিশাখাপত্তনম। 


৪১. "বুড়িডিহং, ধানসিড়ি, দিসং-এই নদীগুলি ব্রহ্মপুত্রে কোন ধরনের নদী ?

উ:- বামতীরের উপনদী। 


৪২. ভারতের কোন অংশের জলবায়ু চরমভাবাপন্ন ?

উ:- উত্তর ভারত। 


৪৩. কেরালার উপকূলকে কি বলা হয় ?

উ:- মালাবার উপকূল। 


৪৪. পশ্চিমবঙ্গের সুন্দরবনের কোথায় জোয়ার-ভাটা থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে ?

উ:- দুর্গাদুয়ানি। 


৪৫. বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে ?

উ:- কৃষ্ণা। 


৪৬. উত্তর আটলান্টিক মহাসাগরের অপর নাম কি ?

উ:- Sargasso Sea । 


৪৭. সুনামি কোথায় সবচেয়ে বেশি হয় ?

উ:- প্রশান্ত মহাসাগরে। 


৪৮. কোন শহর "নিষিদ্ধ শহর" নামে পরিচিত ?

উ:- লাসা। 


৪৯. কোন নদী হলুদ নদী নামে পরিচিত ?

উ:- হোয়াং-হো। 


৫০. হলদিয়া একটি——

উ:- পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র।


No comments:

Post a Comment