Welcome to GEO HUB (Enhance Your Geo Knowledge) Ghoralia, Santipur, Nadia, West Bengal-741404, Mobile: 8926495022 email: geohubghoralia@gmail.com

Diable copy paste

Sunday 4 December 2022

ভূগোল সেট- ১৩ (Geography set - 13)

 

বিভিন্ন দেশ ও শহরের উপনাম


১) বাংলার অক্সফোর্ড বলা হয় –নবদ্বীপ ।


৫২) ভারতের আপেল রাজ্য বলা হয় –হিমাচল প্রদেশ ।


৫৩) দক্ষিণ ভারতের বাগান বলা হয় –তাঞ্জোর ।


৫৪) সোনালি পশমের দেশ বলা হয় –অস্ট্রেলিয়া ।


৫৫) ক্যাঙ্গারুর দেশ বলা হয় – সোনালি ।


৫৬) মসজিদের শহর বলা হয় – ঢাকা ।


৫৭) পোপের শহর বলা হয় – রোম ।


৫৮) উত্তরের ভেনিস বলা হয় –স্টকহোম ।


৫৯) বাজারের শহর বলা হয় – কায়রো ।


৬০) সাধুদের দেশ বলা হয় – কোরিয়া ।


৬১) প্রবাল দ্বীপ বলা হয় – আন্দামান ।


৬২) পান্নার দ্বীপ বলা হয় – আয়ারল্যান্ড ।


৬৩) তুল গাছের দেশ বলা হয় – বেরার ।


৬৪) বাংলার দুঃখ বলা হয় – দামোদর ।


৬৫) ইউরোপীয় মহাযুদ্ধের স্থান বলা হয়– বেলজিয়াম ।


৬৬) প্রাসাদের শহর বলা হয় – কলকাতা ।


৬৭) স্বাধীনতা, সাম্যের দেশ বলা হয় –ফ্রান্স ।


৬৮) বাঁকা শহর বলা হয় – শিকাগো ।


৬৯) অশনির দেশ বলা হয় – ভুটান ।


৭০) কান্নার প্রবেশদ্বার বলা হয় – বার-অল-মান্দার ।


৭১) চির বসন্তের শহর বলা হয় – দক্ষিণ আমেরিকার কিটো ।

৭২) পাচ্যের লিভারপুল বলা হয় –সিঙ্গাপুর ।


৭৩) ভারতের ভেনিস বলা হয় – কেরালা ।


৭৪) মরুভূমির দেশ বলা হয় – আফ্রিকা ।


৭৫) বজ্রপাতের দেশ বলা হয় – ভুটান

No comments:

Post a Comment