Welcome to GEO HUB (Enhance Your Geo Knowledge) Ghoralia, Santipur, Nadia, West Bengal-741404, Mobile: 8926495022 email: geohubghoralia@gmail.com

Diable copy paste

Monday 5 December 2022

ভূগোল সেট- ১৫ (Geography - 15)

 ভূগোল সেট- ১৫ (Geography - 15) 

●ভারতের ধান গবেষণাগার কোথায় আছে ?

ওড়িশার কটকে অবস্থিত।

● আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় আছে ?

ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলায়।

●উচ্চ ফলনশীল ধান বীজের নাম কর ?

IR-8, IR-20, TN-1, জয়া, রত্না, পঙ্কজ, বিজয়া, সোনা, গোবিন্দ ।

●ভারতের দ্বিতীয় প্রধান খাদ্য ফসলের নাম কি ?

গম।

●ভারতে কোন ঋতুতে গম চাষ করা হয় ?

প্রধানত শীত ঋতুতে।

●গম উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?

উত্তর প্রদেশ।

●হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?

পাঞ্জাব।

●ভারতের গম গবেষণাগার কোথায় আছে ?

দিল্লীর কাছে পুসায়।

● আন্তর্জাতিক গম গবেষণাগার কোথায় আছে ?

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে।

●উচ্চ ফলনশীল গম বীজের নাম কর ?

সোনালিকা-308, সোনেরা- 63, সোনেরা -64, সোনা 227,

কল্যাণ সোনা, লারমা রাজো, সফেদ লারমা।

●গম উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?

দ্বিতীয়। (চীনের পড়ে)

●ভারতের প্রধান পানীয় ফসল কোনটি ?

চা।

●পৃথিবীতে কত প্রকার চা ব্যবহার হয় ?

চার প্রকার । সবুজ চা, ইষ্টক চা, কালোচা, ওলং চা।

●চা উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?

আসাম।

●কোথাকার উৎপাদিত চা পৃথিবী শ্রেষ্ঠ ?

দার্জিলিং ।

●ভারতের চা গবেষণাগার কোথায় আছে ?

আসামের জোড়হাটে।

●কোন বন্দরের মাধ্যমে চা বিদেশে রপ্তানি করা হয় ?

কোলকাতা বন্দর।

●চা রপ্তানিতে পৃথিবীতে ভারতের স্থান কত ?

চতুর্থ।

●চা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?

প্রথম।

●ভারতের দ্বিতীয় প্রধান পানীয় ফসল কোনটি ?

কফি।

●কফি গাছের উৎপত্তি কোথায় ?

ইথিওপিয়ার কাফা নামক স্থানে।

●পৃথিবীতে কত প্রকার কফি ব্যবহার হয় ?

চার প্রকার । রোবাস্টা, আরবীয়, ব্লু মাউন্টেন ও লাইবেরিয়ান।

●কফি উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?

কর্ণাটক।

●কফি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?

পঞ্চম।

●ভারতের কফি গবেষণাগার কোথায় আছে ?

কর্ণাটকের চিকমাগালু শহরে।

●ভারতের প্রধান তন্তু ফসলের নাম কি ?

কার্পাস বা তুলা।

● কার্পাস বা তুলা চাষ কোন জলবায়ুতে ভালো হয় ?

ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ুতে।

● কার্পাস বা তুলা গাছে কি পোকা দেখা যায় ?

বল উইভিল।

●ভারতের কার্পাস বা তুলা গবেষণাগার কোথায় আছে ?

মহারাষ্ট্রের নাগপুরে।

●কার্পাস বা তুলা উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?

গুজরাট।

●কার্পাস বা তুলা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?

তৃতীয়।

●উচ্চ ফলনশীল কার্পাস বা তুলা বীজের নাম কর ?

সুজাতা, MCU-4, MCU-5 প্রভৃতি।

No comments:

Post a Comment