Welcome to GEO HUB (Enhance Your Geo Knowledge) Ghoralia, Santipur, Nadia, West Bengal-741404, Mobile: 8926495022 email: geohubghoralia@gmail.com

Diable copy paste

Saturday 29 February 2020

অধিবর্ষ বা লিপ ইয়ার

             
             অধিবর্ষ বা লিপ ইয়ার হচ্ছে একটি বিশেষ বছর, যাতে সাধারণ বছরের তুলনায় একটি দিন (বা চান্দ্রবছরের ক্ষেত্রে একটি মাস) জোতির্বৈজ্ঞানিক বছরের সাথে সামাঞ্জস্য রাখার জন্য বেশি থাকে।

     যে বছর ফেব্রুয়ারি মাসে ২৯ দিন থাকে, সেই বছরটাকেই লিপ ইয়ার বলা হয়- আমরা অধিকাংশ মানুষ এটাই জানি। কিন্তু লিপ ইয়ারের গল্প এটুকু নয়।

লিপ ইয়ারের প্রয়োজনীয়তা কী?

            আসলে আমরা বছর গণনা করি ৩৬৫ দিনে। কিন্তু পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে ৩৬৫ দিনের কিছু বেশি সময় লাগে। এই সময়টা হলো ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। অর্থাৎ, আমরা প্রতি বছরে কয়েক ঘণ্টা কম হিসাব করি। এই কয়েক ঘণ্টার তাহলে কী হবে?
এই ভাবনা থেকেই এসেছে লিপ ইয়ার। প্রতি চার বছরে আমাদের এই না হিসাব করা সময়টা মিলে প্রায় একদিন হয়ে যায়। সেজন্য চার বছর পর পর একটা বছরে একটা দিন বাড়তি হিসাব করা হয়। সেই বছরে থাকে ৩৬৬ দিন। এই বাড়তি দিনটাই হলো ২৯ ফেব্রুয়ারি। আর এরকম বছরকেই বলা হয় লিপ ইয়ার বা অধিবর্ষ।

কোন কোন বছর লিপ ইয়ার হয়?

           গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে যেই বছরগুলো ৪ দিয়ে বিভাজ্য, সেগুলোই লিপ ইয়ার বা অধিবর্ষ। তবে এক্ষেত্রে ব্যতিক্রম আছে। পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে ঠিক ৩৬৫.২৫ দিন নেয় না, কিছুটা কম সময় নেয়। তাই চার বছর পর পর বছরে একদিন বেশি হিসাব করলে প্রতি চারশ বছরে তিনদিন বেশি হয়ে যায়। এই সমস্যার সমাধান করতে যেসব বছর ১০০ দ্বারা বিভাজ্য, কিন্তু ৪০০ দ্বারা নয়- তাদের লিপ ইয়ার হিসেবে গণনা করা হয় না।

           ২০২০ সালটা কিন্তু লিপ ইয়ার, এবং আজ এই বছরের বিশেষ এবং অতিরিক্ত দিন- ২৯ ফেব্রুয়ারি। আবার এই দিনটা আসবে ঠিক চার বছর পর, ২০২৪ সালে।
        হিসেব অনুযায়ী ২০১৬ সালের পর লিপ ইয়ার পড়েছে এই বছর অর্থাৎ ২০২০ সালে এবং পরের লিপ ইয়ার পড়বে ২০২৪ সালে। 



  লিপ ইয়ার সম্পর্কে মজাদার তথ্যগুলি দেখে নিন


 ১) একটি লিপ ইয়ারে সাধারণ বছরে ৩৬৫ দিন থাকে না, ৩৬৬ দিন থাকে। পরের লিপ ইয়ারটি হবে ৪ বছর পর অর্থাৎ ২০২৪!
২) ক্যালেন্ডারে লিপ ইয়ার যুক্ত করার ধারণাটি মিশরীয়রা চালু করেছিল।
৩) হাজার হাজার বছর আগে জুলিয়াস সিজার আনুষ্ঠানিকভাবে ২৯ ফেব্রুয়ারি তারিখটি রোমান ক্যালেন্ডারে যুক্ত করেছিলেন।
৪) যারা লিপ ইয়ারে জন্মগ্রহণ করেন তারা ৪ বছরে একবার তাদের জন্মদিন উদযাপন করেন! বিশ্বে ৪ মিলিয়ন মানুষ ২৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করে।
৫) লিপ ইয়ারে অনেক দেশের মেয়েরাই তাদের পছন্দের পুরুষকে প্রেমের প্রস্তাব দেন।
৬) আয়ারল্যান্ডে মহিলারা পুরুষদের প্রেমের প্রস্তাব দেয়, অন্যদিকে ফিনল্যান্ডে যদি কোনও পুরুষ প্রেমের প্রস্তাবটি প্রত্যাখ্যান করে তবে তাকে সেই নারীকে পোশাক কিনে দিতে হয়।
৭) গ্রীসে প্রেমিক-প্রেমিকারা লিপ ইয়ারে বিয়ে করেন না। তারা বিশ্বাস করেন যে, লিপ ইয়ারে বিয়ে করা তাদের বিবাহিত জীবনে দুর্ভাগ্য বয়ে নিয়ে আসবে।
৮) লিপ ইয়ার সম্পর্কে একটি মজার তথ্য হল, অনেকেই বিশ্বাস করেন লিপ ইয়ারে জন্ম নেওয়া বাচ্চাদের অস্বাভাবিক প্রতিভা থাকে।

সবাইকে এই বিশেষ বছরের বিশেষ দিনের শুভেচ্ছা।


Source:
1. bengali.boldsky.com
2. https://Wikipedia.in


লেখক:
অয়ন বিশ্বাস
বি.এসসি, এম.এ(ভূগোল), বি. এড্
ঘোড়ালিয়া, শান্তিপুর, নদিয়া।


© GEO HUB (Enhance Your Geo Knowledge) # Ghoralia, Santipur, Nadia, Pin- 741404.
.........................................................................................................
লেখকের লিখিত অনুমতি ছাড়া সমগ্র বা আংশিক অংশ প্রতিলিপি করা পুরোপুরি নিষিদ্ধ। কোন তথ্যের সমগ্র আংশিক ব্যবহার মুদ্রণ বা যান্ত্রিক পদ্ধতিতে (জিংক, টেক, স্ক্যান, পিডিএফ ইত্যাদি) পুনরুৎপাদন করা নিষিদ্ধ। এই শর্ত লঙ্খন করা হলে আইনের সাহায্য নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।