আমাদের সৌরজগতের গ্রহরা সূর্যকে প্রদক্ষিণ করছে। গ্রহদের কক্ষপথ ছড়ানো, অনেকটা ডিম্বাকৃতির। আরো সঠিক করে বললে উপবৃত্তাকার। আর এই উপবৃত্তাকার হওয়ার কারণেই সূর্য থেকে গ্রহদের দূরত্ব নির্দিষ্ট থাকে না। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব প্রায় 15 কোটি কিমি। সূর্যের চারদিকে কোন গ্রহের কক্ষপথের নিকটতম বিন্দুকে অনুসূর এবং দূরতম বিন্দুকে অপসূর বলে।
সূর্যকে প্রদক্ষিণ করে আসার সময় পৃথিবী (অন্য গ্রহসমূহ, গ্রহাণু, ধূমকেতুরাও) প্রতি বছর এক বার করে অনুসূর ও অপসূর অবস্থান পৌঁছায়। সাধারণত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পৃথিবী সূর্যের সবচেয়ে নিকটে থাকে। প্রতিবছর কোনো একটি নির্দিষ্ট তারিখে অনুসূর ও অপসূর ঘটেনা। তবুও প্রচলিত মতে, ৩ রা জানুয়ারী অনুসূর ও ৪ ঠা জুলাই অপসূর হিসেবে ধরা হয়। আমরা জানি, জানুয়ারি মাসে ভারত সহ পুরো উত্তর গোলার্ধে শীতকাল থাকে। তাহলে শীতকালে সূর্য আমাদের সবচেয়ে কাছে থাকে - এটা কি বিশ্বাসযোগ্য? হ্যাঁ এটাই বাস্তবতা। আসলে শীত বা গরম পৃথিবী থেকে সূর্যের দূরত্বের উপর নির্ভর করে না বললেই চলে। এটা নির্ভর করে পৃথিবীর কক্ষীয় নতির উপর। আর অনুসূর অবস্থানে পৃথিবীর দক্ষিন গোলার্ধে গ্রীষ্মকাল থাকে। অনুসূর অবস্থানে থাকার সময় সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব থাকে ৯ কোটি ১০ লক্ষ মাইল বা ১৪ কোটি ৭০ লক্ষ কিমি। প্রতিবছর এই দূরত্বগুলির কিছুটা হেরফের হয়। ২০২২ সালে অর্থাৎ এবছর ৪ ঠা জানুয়ারী হল অনুসূর। এবছর সূর্য থেকে পৃথিবীর অনুসূর অবস্থানের দূরত্ব হল ১৪,৭১,০৫,০৫২ কিমি।
অনুসূর অবস্থানের জন্য ডিসেম্বর জানুয়ারি মাাসে বা শীতকালে পৃথিবীপৃষ্ঠ থেকে সূর্যকে সামান্য বড় দেখায় এবং পৃথিবীর পরিক্রমনের বেগও সামান্য বেড়ে যায়।
1. Wikipedia,
2. bn.quora.com
লেখক:
বি.এসসি, এম.এ(ভূগোল), বি. এড্
ঘোড়ালিয়া, শান্তিপুর, নদিয়া।
No comments:
Post a Comment