পশ্চিমবঙ্গে বর্তমানে ৬ টি জাতীয় উদ্যান (National Park) রয়েছে। এগুলি হল --
(১) সুন্দরবন জাতীয় উদ্যান :
স্থাপিত - ১৯৮৪ ; জেলা - দক্ষিণ ২৪ পরগণা জেলা ; আয়তন - ১৩৩০.১০ বর্গকিমি ; প্রকৃতি - ম্যানগ্রোভ ; প্রধান জীবজন্তু - বাঘ, মেছো বিড়াল, কুমীর, কচ্ছপ, কাঁকড়া প্রভৃতি ; বিশেষ মর্যাদা - ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট (১৯৮৭), রামসার সাইট (২০১৯)।
(২) সিংগলিলা জাতীয় উদ্যান :
স্থাপিত - ১৯৮৬ ; জেলা - দার্জিলিং ; আয়তন - ৭৮.৬০ বর্গকিমি ; প্রকৃতি - পূর্ব হিমালয় ; প্রধান জীবজন্তু - চিতাবাঘ, লাল পান্ডা, ভালুক, প্যাঙ্গোলিন, বন্য শূকর প্রভৃতি।
(৩) নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান :
স্থাপিত - ১৯৮৬ ; জেলা - কালিম্পং ; আয়তন - ১৫৯.৮৯ বর্গকিমি ; প্রকৃতি - পূর্ব হিমালয় ; প্রধান জীবজন্তু - চিতাবাঘ, লাল পান্ডা, ভালুক, সম্বর হরিণ, বন্য শূকর প্রভৃতি।
(৪) গোরুমারা জাতীয় উদ্যান :
স্থাপিত - ১৯৯৪ ; জেলা - জলপাইগুড়ি ; আয়তন - ৭৯.৪৫ বর্গকিমি ; প্রকৃতি - ডুয়ার্স ; প্রধান জীবজন্তু - একশৃঙ্গ গন্ডার, বাইসন, হাতি, বন্য শূকর, সম্বর হরিণ প্রভৃতি।
(৫) বক্সা জাতীয় উদ্যান :
স্থাপিত - ১৯৯৭ ; জেলা - আলিপুরদুয়ার ; আয়তন - ১১৭.১০ বর্গকিমি ; প্রকৃতি - ডুয়ার্স ; প্রধান জীবজন্তু - বাঘ, চিতাবাঘ, হাতি, সম্বর হরিণ, বাইসন প্রভৃতি ; বিশেষ মর্যাদা - টাইগার রিজার্ভ (১৯৮৩)।
(৬) জলদাপাড়া জাতীয় উদ্যান :
স্থাপিত - ২০১২ ; জেলা - আলিপুরদুয়ার ; আয়তন - ২১৬.৩৪ বর্গকিমি ; প্রকৃতি - ডুয়ার্স ; প্রধান জীবজন্তু - একশৃঙ্গ গন্ডার, চিতাবাঘ, হাতি, সম্বর হরিণ, বাইসন প্রভৃতি।
তথ্যসূত্রঃ- ENVIS ; Wikipedia ; The Times of India ; Project Tiger
No comments:
Post a Comment