Welcome to GEO HUB (Enhance Your Geo Knowledge) Ghoralia, Santipur, Nadia, West Bengal-741404, Mobile: 8926495022 email: geohubghoralia@gmail.com

Diable copy paste

Monday, 21 June 2021

উত্তর অয়নান্ত দিবস বা কর্কটসংক্রান্তি

সূর্যের উত্তরায়ণকালে মহাবিষুবের পর কর্কটক্রান্তি রেখায় (২৩.৫° উত্তর অক্ষাংশ) সূর্যের আগমণ তথা অবস্থানকে উত্তর অয়নান্ত বলা হয়। উত্তর অয়নান্ত হল পৃথিবীতে সংঘটিত একটি অয়নান্ত, গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর সাধারনত ২১ শে জুন (জুন মাসের ২০ হতে ২২ তারিখের মধ্যে) এটি সংঘটিত হয়। উত্তর গোলার্ধে উত্তর অয়নান্ত হল গ্রীষ্মকাল ; অপরদিকে দক্ষিণ গোলার্ধে এই সময়ে শীতকাল বিরাজ করে।



২১ মার্চ তারিখে সূর্য নিরক্ষরেখা অতিক্রম করার পর, পৃথিবী যতই তার কক্ষপথে অগ্রসর হয় ততই পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকতে থাকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরবর্তী হতে থাকে। এর ফলে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য ক্রমশ বৃদ্ধি পায় এবং রাতের দৈর্ঘ্য ক্রমশ হ্রাস পেতে থাকে। অপরদিকে দক্ষিণ গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা চলতে থাকে। এইভাবে উত্তর গোলার্ধ সূর্যের নিকটবর্তী হতে থাকে এবং ২১ শে জুন (২০ হতে ২২ জুনের মধ্যে কোন এক সময়) তা সূর্যের সর্বাধিক নিকটবর্তী হয়। আজকের দিনে সূর্য কর্কটক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয় বলে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত্রি হয় (১৪ ঘন্টা দিন এবং ১০ ঘন্টা রাত্রি)। দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থা হয়। এই সময়ে সূর্য উত্তরায়নের শেষ সীমায় পৌঁছায় বলে এই দিনকে উত্তর অয়নান্ত দিবস বা কর্কট সংক্রান্তি বলে।

উত্তর অয়নান্তের সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং একই সময়ে দক্ষিণ গোলার্ধে শীতকাল বিরাজ করে। একারণে উত্তর গোলার্ধে একে গ্রীষ্ম সংক্রান্তি কিন্তু দক্ষিণ গোলার্ধে শীত সংক্রান্তি হিসেবে ধরা হয়।

একনজরে বেশ কিছু অজানা তথ্য:

১. আজকের দিনটিকে বলা হয় সূর্যের উত্তর অয়নান্ত বা summer solstice। এদিন সূর্য নিরক্ষরেখা থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থান করবে। কর্কট ক্রান্তি রেখার একদম ওপরে থাকে সূর্য। 

২. ২১শে জুন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হলেও, দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন হিসেবে চিহ্নিত হয়। উত্তর গোলার্ধে এখন গ্রীষ্মকাল, আর দক্ষিণ গোলার্ধে শীতকাল চলে।

৩. সামার সোলস্টাইস (summer solstice) বা সূর্যের অয়নান্ত বছরে দুবার হয়, জুন মাসে ও ডিসেম্বরে। সেদিক থেকে বছরের প্রথম অয়নান্ত ঘটে ২১শে জুন

৪. solstice শব্দটি একটি ল্যাটিন শব্দ। sol শব্দের অর্থ সূর্য। অন্যদিকে sisterer শব্দের অর্থ এক জায়গায় দাঁড়িয়ে থাকা। ক্যালেন্ডার অনুয়ায়ী প্রতি বছর ২০শে জুন থেকে ২২শে জুনের মধ্যে সূর্যের অয়নান্ত ঘটে। 

৫.summer solstice-কে মিডসামার, গ্রীষ্মের প্রথম দিন, জুন সোলস্টাইস (উত্তর গোলার্ধে) এবং বছরের দীর্ঘতম দিন হিসাবেও উল্লেখ করা হয়।


তথ্যসূত্র:
1) https://wikipedia.com
2)  
https://bangla.asianetnews.com



লেখক:

অয়ন বিশ্বাস

                   বি.এসসি, এম.এ(ভূগোল), বি. এড্

                   ঘোড়ালিয়া, শান্তিপুর, নদিয়া।


.........................................................................................................
লেখকের লিখিত অনুমতি ছাড়া সমগ্র বা আংশিক অংশ প্রতিলিপি করা পুরোপুরি নিষিদ্ধ। কোন তথ্যের সমগ্র আংশিক ব্যবহার মুদ্রণ বা যান্ত্রিক পদ্ধতিতে (জিংক, টেক, স্ক্যান, পিডিএফ ইত্যাদি) পুনরুৎপাদন করা নিষিদ্ধ। 



No comments:

Post a Comment