হিমালয়ের কোলে অবস্থিত ভারতের উত্তরাখন্ড রাজ্যের চামোলি জেলার অন্তর্গত রূপকুন্ড হ্রদ (Roopkund Lake) একটি হিমবাহজাত হ্রদ, যা কঙ্কাল হ্রদ (Skeleton Lake) নামে পরিচিত।
হিমালয়ের ত্রিশূল পর্বতের পাদদেশে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০২৯ মিটার উচ্চতায় অবস্থিত রূপকুন্ড হ্রদের ব্যাস ৪০ মিটারের মতো এবং গড় গভীরতা মাত্র ৩ মিটার। রূপকুন্ড হ্রদে এবং হ্রদের চারিপাশে প্রচুর সংখ্যক মানব কঙ্কাল আবিষ্কৃত হওয়ার কারনে, এই হ্রদটি 'কঙ্কাল হ্রদ' নামে পরিচিত। ১৯৪২ সালে ফরেস্ট রেঞ্জার হরি কৃষাণ মাধওয়াল রূপকুন্ডে মানব কঙ্কাল আবিষ্কার করেন। এখনও পর্যন্ত প্রায় ৬০০-৮০০ টি মানব কঙ্কাল আবিষ্কৃত হয়েছে। প্রতি বছর তুষার গলনের সময় এখানে মানব কঙ্কালগুলি দৃশ্যমান হয়। স্থানীয় কিংবদন্তী অনুসারে, এই কঙ্কালগুলি কনৌজের রাজা, রানী ও তাঁদের দলবলের, যাঁরা নন্দাদেবী দর্শনে গিয়ে প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে রূপকুন্ড হ্রদের নিকট প্রাণ হারান। রূপকুন্ড হ্রদের মানব কঙ্কালগুলির নিয়ে বিভিন্ন মত প্রচলিত রয়েছে। গবেষণাতে কঙ্কালগুলির খুলিতে ওপর থেকে গোলাকার বস্তুর আঘাত পাওয়া গেছে। ফলে, মৃত্যুর কারন হিসেবে শিলাবৃষ্টিকে চিহ্নিত করা হয়েছে। তবে নেচার কমিউনিকেশনস্-এর সাম্প্রতিক গবেষণাতে ৩৮ টি মানব কঙ্কালের (২৩ টি পুরুষ, ১৫ টি মহিলা) রেডিওকার্বন ডেটিং এবং জিনোম বিশ্লেষণ করে দেখা গেছে, কঙ্কালগুলি দুটি ভিন্ন সময়কালের এবং পূর্বপুরুষ অনুসারে তিনটি গোষ্ঠীতে বিভক্ত। এক, ২৩ টি কঙ্কাল দক্ষিণ এশীয় গোষ্ঠীর (সময়কাল ৮০০ খ্রিস্টাব্দ), দুই, ১ টি কঙ্কাল দক্ষিণ-পূর্ব এশীয় গোষ্ঠীর (সময়কাল ১৮০০ খ্রিস্টাব্দ) এবং তিন, ১৪ টি কঙ্কাল পূর্ব ভূমধ্যসাগরীয় গোষ্ঠীর (বিশেষত গ্রিস ও ক্রিট) (সময়কাল ১৮০০ খ্রিস্টাব্দ)। কঙ্কালগুলির ভিন্ন সময়কাল এবং পূর্বপুরুষ গোষ্ঠী অনেক রহস্যের সৃষ্টি করেছে। এখনও অবদি যা মীমাংসা করা যায়নি।
No comments:
Post a Comment