Welcome to GEO HUB (Enhance Your Geo Knowledge) Ghoralia, Santipur, Nadia, West Bengal-741404, Mobile: 8926495022 email: geohubghoralia@gmail.com

Diable copy paste

Thursday, 1 September 2022

‘কুয়াশার শহর’ সৌদি আরবের আল-নমাস

 সৌদি আরব হল বিস্তীর্ণ মরুভূমির দেশ। কিন্তু মরুভূমি নয়, সবুজে ভরা একটি শৈল শহর হল সৌদি আরবের আসির প্রদেশের অন্তর্গত আল-নমাস (Al-Namas)।

 এখানে রয়েছে সবুজ পাহাড়, সঙ্গে মেঘ-কুয়াশার খেলা। দক্ষিণ সৌদি আরবের এই শহরটি ‘কুয়াশার শহর’ (City of Fog) নামে পরিচিত। কারণ সারাওয়াত পর্বতশ্রেণীতে অবস্থিত এই পাহাড়ি শহরটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ২৩৮৫ মিটার বা ৭৮২৫ ফুট। এই পাহাড়ি শহর অনেক সময়েই ঢেকে থাকে কুয়াশায়। গ্রীষ্মে সৌদি আরবের অন্যত্র যখন উষ্ণতা ৫০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যায়, তখন এই শহরের উষ্ণতা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। রাতে তাপমাত্রা নেমে আসে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। শীতকালে কখনও কখনও তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় বলেও দাবি স্থানীয় বাসিন্দাদের। সৌদি আরবের বাসিন্দাদের কাছে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে এই শৈলশহর। সৌদি আরবের রাজধানী রিয়াধের থেকে এই শহরটির দূরত্ব প্রায় সাড়ে ৮০০ কিলোমিটার। সড়কপথে যেতে সময় লাগে প্রায় ১২ ঘণ্টা। আসির প্রদেশের রাজধানী আভা শহর থেকে আল-নমাসের দূরত্ব ১২০ কিমি। এই শতকের শেষে আরও বাড়বে বিশ্বের গড় উষ্ণতা। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে কঠিন হবে মরু শহরগুলিতে বসবাস করাও। তাই ভবিষ্যতে শুধু পর্যটন নয়, বসবাসের জন্যেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আল-নমাস শহর।

তথ্যসূত্রঃ- আনন্দবাজার পত্রিকা

No comments:

Post a Comment