ইউরেনাসও গ্যাসীয় গ্রহ। তবে এর বায়ুমণ্ডলের প্রধান উপাদান হাইড্রোজেন সালফাইড। তাহলে ইউরেনাসের গন্ধটা কেমন হবে বলুন তো। হাইড্রোজেন সালফাইডের গন্ধ কেমন? প্র্যাকটিক্যাল ল্যাবে রসায়নের পরীক্ষা-নিরীক্ষা করেছেন অথচ পচা ডিমের গন্ধ পাননি, এমন লোকের সংখ্যা বিরল। ডিম পচে গেলে এর ভেতর জমা হয় হাইড্রোজেন সালফাইড গ্যাস। পচা ডিমের যে আঁশটে গন্ধ, সেটার জন্য এই গ্যাসই দায়ী। সুতরাং ইউরেনাসের গন্ধ তাই পচা ডিমের মতো। শুক্র, মঙ্গল ও বায়ুমণ্ডলেও প্রচুর পরিমাণ হাইড্রোজেন সালফাইড আছে। তাই এই দুটি গ্রহের গন্ধও পচা ডিমের মতো।
সৌরজগৎ এর বৃহত্তম গ্রহ হল বৃহস্পতি, যা আসলে বিশাল এক গ্যাস দানব। এর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে বিভিন্ন গ্যাসের রাজত্ব। তাই পচা ডিমের গন্ধ পাবেন এর কোনো কোনো অঞ্চলে। আবার কোথাও মানুষের প্রস্রাবের গন্ধ। পচা ডিমের গন্ধের কারণ, সে অঞ্চলে হাইড্রোজেন সালফাইডের রাজত্ব বেশি। তেমনি কোনো অঞ্চলে আবার অ্যামোনিয়ার রাজত্ব। আমাদের প্রস্রাবে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া অর্থাৎ NH3 যৌগ আছে। আর এই যৌগ যেখানেই পাবেন, সেখানকার গন্ধ প্রস্রাবের মতো হবে। এই কারণে ইউরিয়া সারের গন্ধ মানুষের ইউরিনের মতো। আমাদের প্রিয় চাঁদের বায়ুমণ্ডল নেই বললেই চলে। তবুও এর গন্ধ আছে। এর ভূত্বকের কারণে। পৃথিবীর একমাত্র উপগ্রহের চেহারা–নাম যত সুন্দর, এর গন্ধটা কিন্তু পৃথিবীর অন্যতম বিধ্বংসী বস্তুর মতো। গানপাউডার বা পোড়া বারুদ থেকে যেমন গন্ধ ছড়ায়, চাঁদের মাটির গন্ধটাও তেমন। বারুদের প্রধান উপাদান হালকা ওজনের কার্বন, যার আদুরে নাম চারকোল। এছাড়া আছে সল্টপিটার বা সোডিয়াম নাইট্রেড ও সালফার। বারুদের এই তিন উপাদনের মধ্যে কেবল সালফারই আছে চাঁদের মাটিতে বা ধূলোবালিতে। খুব সামান্য পরিমাণে। কিন্তু এ কারণে পোড়া বারুদের মতো গন্ধ হওয়ার কথা নয়। চাঁদের মাটির গন্ধ কেন পোড়া বারুদের মতো, সে রহস্যের সমাধান এখনো হয়নি।
তথ্যসূত্রঃ- প্রথম আলো
No comments:
Post a Comment