ভূগোল সেট-৭ (Geography set-7)
- গ্রহ, বামন গ্রহ অপেক্ষা আকারে ছোটো হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
- ছায়াপথের কেন্দ্র থেকে সূর্যের দূরত্ব প্রায় 1591 কোটি কিমি। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
- পৃথিবীর অভিকর্ষজ বলের মান কোন অঞ্চলে সবচেয়ে কম? (এক কথায় উত্তর দাও)
Ans. নিরক্ষীয় অঞ্জলে।
- GPS ব্যবহারের ক্ষেত্রে ন্যূনতম কয়টি উপগ্রহের প্রয়োজন? (এক কথায় উত্তর দাও)
Ans. 3টি।
- পৃথিবী একটি ______ গোলক। (শূন্যস্থান পূরন করো)
Ans. অভিগত
- 2006 সালে কোন গ্রহকে বামন গ্রহ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে? (এক কথায় উত্তর দাও)
Ans. প্লুটোকে।
- উত্তর গোলার্ধের যে-কোনো স্থান থেকে ______ তারাকে দেখা যায়। (শূন্যস্থান পূরন করো)
Ans. ধ্রুব
- চাঁদের নিজস্ব কোনো আলো নেই। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
- পৃথিবীর সবচেয়ে নীচু স্থানের নাম কী? (এক কথায় উত্তর দাও)
Ans. মারিয়ানা খাত।
- নক্ষত্রগুলির নিজস্ব আলো নেই। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
- বস্তুর ওজন সবসময় মেরু অঞ্চলে কম হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
- সূর্যের নিকটতম গ্রহ কোনটি? (এক কথায় উত্তর দাও)
Ans. বুধ।
- 1 স্টেডিয়া ______ মিটারের সমান। (শূন্যস্থান পূরন করো)
Ans. 185
- পৃথিবীর উত্তর ও দক্ষিণমেরু ______। (শূন্যস্থান পূরন করো)
Ans. সামান্য চাপা
- GPS পদ্ধতির মাধ্যমে পৃথিবীর নিখুঁত আকার জানা গেছে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
- সৌরজগতে আয়তনে বৃহত্তম গ্রহ কোনটি? (এক কথায় উত্তর দাও)
Ans. বৃহস্পতি।
- উপগ্রহ নেই এমন দুটি গ্রহের নাম লেখো। (এক কথায় উত্তর দাও)
Ans. বুধ ও শুক্র।
- GPS ব্যবহারের ক্ষেত্রে ন্যূনতম কয়টি উপগ্রহের প্রয়োজন? (এক কথায় উত্তর দাও)
Ans. 3টি।
- পৃথিবীর কৌণিক মানের সমষ্টি ______ । (শূন্যস্থান পূরন করো)
Ans. 360°
- আমেরিকা যুক্তরাষ্ট্রে GPS-এর প্রধান নিয়ন্ত্রণকারী কেন্দ্র অবস্থিত। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
- সৌরজগতের কোন্ গ্রহকে ‘লাল গ্রহ’ বলা হয়? (এক কথায় উত্তর দাও)
Ans. মঙ্গলকে।
- 1 স্টেডিয়া ______ মিটারের সমান। (শূন্যস্থান পূরন করো)
Ans. 185
- পৃথিবীর বিভিন্ন অক্ষরেখার ওপর অভিকর্ষজ টান একই রকম হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
- IAU-এর পুরোকথা কী? (এক কথায় উত্তর দাও)
Ans. International Astronomical Union ।
- GPS ব্যবহারের ক্ষেত্রে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
- সূর্য ও তার চারিদিকে ঘূর্ণায়মান জ্যোতিষ্কদের একত্রে ______ বলে। (শূন্যস্থান পূরন করো)
Ans. সৌরজগৎ
- সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম ______ । (শূন্যস্থান পূরন করো)
Ans. বুধ
- ম্যাজেলান স্পেনের ______ শহর থেকে যাত্রা শুরু করেন। (শূন্যস্থান পূরন করো)
Ans. সেভিলে
- সৌরজগতের গ্রহগুলির মধ্যে একমাত্র পৃথিবীতে মানুষের বিকাশ ঘটেছে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
- এরাটোসথেনিসের মতে পৃথিবীর পরিধি কত? (এক কথায় উত্তর দাও)
Ans. 46,250 কিমি।
- পৃথিবী থেকে সূর্যের মধ্যে সর্বাধিক দূরত্ব কত? (এক কথায় উত্তর দাও)
Ans. 15 কোটি 20 লক্ষ কিমি।
- চাঁদের নিজস্ব কোনো আলো নেই। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
- GPS ব্যবহারের ক্ষেত্রে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
- পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
- ‘গ্রহগণের গুরু’ বলা হয় শনি গ্রহকে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
- গ্রহ, বামন গ্রহ অপেক্ষা আকারে ছোটো হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
- সূর্য ও তার চারিদিকে ঘূর্ণায়মান জ্যোতিষ্কদের একত্রে ______ বলে। (শূন্যস্থান পূরন করো)
Ans. সৌরজগৎ
- সৌরজগতে মোট কয়টি প্রধান গ্রহ আছে? (এক কথায় উত্তর দাও)
Ans. 8টি।
- বৃহস্পতির উপগ্রহের সংখ্যা 2 টি। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
- পৃথিবীর আনুমানিক বয়স কত? (এক কথায় উত্তর দাও)
Ans. প্রায় 460 কোটি বছর
No comments:
Post a Comment