ভৌগোলিক উপনাম
ভূগোল সেট-১১ (Geography set-11)
৫১. প্রাচ্যের ভেনিস বলা হয় কোন শহর কে?
উঃ ব্যাংকক কে
৫২. প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় কোন দেশ কে?উঃ জাপান কে
৫৩. পৃথিবীর ছাদ বলা হয় কাকে?
উঃ পামির মালভূমি কে
৫৪. পৃথিবীর চিনির আধার বলা হয় কোন দেশকে?
উঃ কিউবা কে
৫৫. বজ্রপাতের দেশ বলা হয় কোন দেশ কে?
উঃভুটান কে
৫৬. বাতাসের শহর বলা হয় কোন শহর কে?
উঃ শিকাগো কে
৫৭. বাজারের শহর বলা হয় কোন শহর কে?
উঃ কায়রো কে
৫৮. বাংলার ভেনিস বলা হয় কাকে?
উঃ বরিশাল কে
৫৯. বিশ্বের রুটির ঝুড়ি বলা হয় কোনটি কে?
উঃ প্রেইরি কে
৬০. ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহর কে?
উঃ মুম্বাই কে
৬১. ভাটির দেশ বলা হয় কোন দেশকে? উঃ বাংলাদেশ কে
৬২. ভারতের উদ্যান বলা হয়?
উঃ লক্ষ্ণৌ কে
৬৩. ভূমধ্যসাগরের প্রবেশদ্বার বলা হয়-- উঃ জিব্রাল্টার কে
৬৪. ভূমিকম্পের দেশ বলা হয় কোন দেশকে?
উঃজাপান কে
৬৫. মটর গাড়ির শহর নামে পরিচিত?
উঃ ডেট্রয়েট
৬৬. মার্বেলের দেশ বলা হয় কোন দেশকে?
উঃ ইটালী।
৬৭. ম্যাপল পাতার দেশ বলা হয় কোন দেশকে?
উঃ কানাডা কে
৬৮. রৌপের শহর বলা হয় কোন শহর কে?
উঃ আলজিয়ার্স কে
৬৯. লবঙ্গ দ্বীপ নামে পরিচিত?
উঃ জাঞ্জিবার।
৭০. লিলি ফুলের দেশ বলা হয় কোন দেশকে?
উঃ কানাডা কে
৭১. শ্বেত হস্তির দেশ বলা হয় কোন দেশকে?
উঃ থাইল্যান্ড কে
৭২. শ্বেতাঙ্গদের কবরস্থান নামে পরিচিত?
উঃগিনি কোস্ট।
৭৩. সোনালী আঁশের দেশ বলা হয় কোন দেশকে?
উঃ বাংলাদেশ কে
৭৪. সোনালী প্যাগোডার দেশ বলা হয় কোন দেশকে?
উঃ মায়ানমার কে
No comments:
Post a Comment