Welcome to GEO HUB (Enhance Your Geo Knowledge) Ghoralia, Santipur, Nadia, West Bengal-741404, Mobile: 8926495022 email: geohubghoralia@gmail.com

Diable copy paste

Thursday 1 December 2022

ভূগোল সেট-৯ (Geography set-9)

ভৌগোলিক উপনাম

ভূগোল সেট-৯ (Geography set-9)

১. অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কোন মহাদেশ কে?
উঃ আফ্রিকা মহাদেশকে
২. আগুনের দ্বীপ কোন দেশকে?
উঃ আইসল্যান্ড কে
৩. ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় কোন দেশকে?
উঃ তুরস্ক কে
৪. ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় কোন দেশকে?
উঃসুইজারল্যান্ড কে
৫. ইউরোপের রণক্ষেত্র বলা হয় কোন দেশকে?
উঃবেলজিয়াম কে
৬. বজ্রপাতের দেশ বলা হয়?
উঃভুটান কে
৭. সোনালী তোরণের শহর কোন শহরকে?
উঃসানফ্রান্সিসকো কে
৮. ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?
উঃবেলজিয়াম কে
৯. স্কাই স্ক্রাপার্সের শহর বলা হয় কোন শহর কে?
উঃ নিউইয়র্ক কে
১০. ব্রিটেনের বাগান বলা হয় কোনটি কে?
উঃ কেন্ট কে
১১. মসজিদের শহর বলা হয় কোন শহর কে?
উঃ ঢাকা কে
১২. সাদা শহর বলা হয় কোন শহর কে?
উঃ বেলগ্রেড কে
১৩ মুক্তার দেশ বলা হয় কোন দেশকে?
উঃ কিউবা কে
১৪. বাতাসের শহর বলা হয় কোন শহর কে?
উঃ শিকাগো কে
১৫. হাজার হৃদের দেশ বলা হয় কোন দেশকে?
উঃ ফিনল্যান্ড কে
১৬. উত্তরের ভেনিস বলা হয় কোন শহর কে?
উ: স্টকহোম কে
১৭. উদ্যানের শহর বলা হয় কোন শহর কে?
উঃ শিকাগো কে
১৮. ক্যাঙ্গারুর দেশ বলা হয় কোন দেশকে?
উঃ অস্ট্রেলিয়া কে
১৯. গোলাপী শহর বলা হয় কোন শহর কে?
উঃ জয়পুর, রাজস্থান।
২০. গ্রানাইটের শহর বলা হয় কোন শহর কে?
উঃ এবারডিন কে
২১. চির বসন্তের নগরী বলা হয় কোন শহর কে?
উঃ কুইটো কে
২২. চির শান্তির শহর বলা হয় কোন শহর কে?
উঃ রোম কে।
২৩. চির সবুজের দেশ নামে পরিচিত?
উঃ নাটাল।
২৪. চীনের দুঃখ বলা হয় কোন নদী কে?
উঃহোয়াংহো কে
২৫. জাঁকজমকের নগরী বলা হয় কোন শহর কে?
উঃ নিউইয়র্ক কে
২৬. দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় কোন দেশকে?
উঃ নিউজিল্যান্ড কে
২৭. দক্ষিণের ভারতের উদ্যান বলা হয়? উঃতাঞ্জোর কে
২৮. দক্ষিণের রানী বলা হয় কোন শহর কে?
উঃসিডনী কে
২৯. দ্বীপের নগরী বলা হয় কোন শহর কে?
উঃ ভেনিস কে
৩০. দ্বীপের মহাদেশ বলা হয় কোন মহাদেশকে?
উঃ ওশেনিয়া কে
৩১. নিশ্চুপ সড়ক শহর বলা হয় কোন শহর কে?
উঃ ভেনিস কে
৩২. নিষিদ্ধ শহর বলা হয় কোন শহর কে?
উঃ লাসা কে
৩৩. নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে?
উঃনরওয়ে কে
৩৪. নীরব শহর বলা হয় কোন শহর কে?
উঃরোম কে
৩৫. চীনের নীল নদ নামে পরিচিত?
উঃ ইয়াং সি কিয়াং
৩৬. নীল নদের দান বলা হয় কোন শহর কে?
উঃ মিশর কে
৩৭. নীল নদের দেশ নামে পরিচিত কোন দেশ?
উঃ মিশর
৩৮. পঞ্চনদের দেশ বলা হয় কোন শহরকে কে?
উঃ পাঞ্জাব কে
৩৯. পবিত্র পাহাড় বলা হয় কোন পাহাড় কে?
উঃ ফুজিয়ামা কে
৪০. পবিত্র নগরী বলা হয় কোন শহর কে?
উঃ জেরুজালেম কে
৪১. পবিত্র দেশ বলা হয় কোন দেশ কে?
উঃ ফিলিস্তিন কে
৪২. পশু পালনের দেশ নামে পরিচিত?
উঃ তুর্কিস্তান
৪৩. পশ্চিমের জিব্রাল্টার নামে পরিচিত?
উঃ কুইবেক
৪৪. পাকিস্তানের প্রবেশদ্বার বলা হয় কোন শহর কে?
উঃ করাচী কে
৪৫. পান্নার দ্বীপ বলা হয় কোন দেশ কে?
উঃ আয়ারল্যান্ড কে
৪৬. পিরামিডের দেশ বলা হয় কোন দেশ কে?
উঃ মিশর কে
৪৭.পোপের শহর নামে পরিচিত
উঃ রোম
৪৮. প্রাচীরের দেশ বলা হয় কোন দেশ কে?
উঃ চীন কে
৪৯. প্রাচ্যের ডান্ডি বলা হয় কোন শহর কে?
উঃ নারায়নগঞ্জ কে
৫০. প্রাচ্যেও ম্যানচেস্টার বলা হয় কোন শহর কে?
উঃ ওসাকা, জাপান কে

No comments:

Post a Comment