ভূগোল সেট-১২ (Geography set-12)
১. ডেন ড্রোন কথার অর্থ কি ?
উত্তর। বৃক্ষ।
২. ব্যাসল্ট থেকে কি ধরনের মৃত্তিকা সৃষ্টি হয় ?
উত্তর। কৃষ্ণ মৃত্তিকা।
৩. প্রশমিত মৃত্তিকার পি, এইচ, এর মান কত ?
উত্তর। 7
৪. একটি আঞ্চলিক মৃত্তিকার নাম লেখ ।
উত্তর। পডজল মৃত্তিকা।
৫. মাটির রঙ লাল হয় কেনো ?
উত্তর। মাটিতে লোহা থাকার জন্য।
৬. উদ্ভিদের প্রধান পুষ্টি মৌল হিসাবে এন, পি, কে, - কে কী বলা হয় ?
উত্তর। প্রাথমিক অতিমাতৃক পুষ্টি মৌল।
৭. ল্যাটেরাইট মৃত্তিকা স্তরে ভূমি ক্ষয়ে প্রধান প্রক্রিয়াটির নাম কি ?
উত্তর। খাত ক্ষয়।
৮. নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখা যায় ?
উত্তর। মলিসল জাতীয়।
৯. মৃত্তিকার কোন স্তরে হার্ড প্যান দেখা যায় ?
উত্তর। B (বি ) স্তরে।
১০. মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থের অপসারণ কে কী বলা হয়?
উত্তর। এলুভিয়েশন।
১১. স্পদোসল মৃত্তিকার একটি উদাহরণ দাও।
উত্তর। পডজল।
১২. জলাভূমিতে কোন ধরনের মৃত্তিকা সৃষ্টি হয় ?
উত্তর। বগ বা পিট মাটি।
১৩. মাটিতে অবস্থিত উদ্ভিদের অপরিহার্য মৌল কয়টি ?
উত্তর। ২০ টি।
১৪. উদ্ভিদের প্রয়োজনীয় একটি প্রাথমিক পরি পোষকের নাম লেখ।
উত্তর। নাইট্রোজেন।
১৫. কোন মৃত্তিকায় চুন ও লবণের পরিমাণ বেশি থাকে ?
উত্তর। পেডাক্যাল মৃত্তিকা।
১৬. মৃত্তিকার কোন স্তরে প্রাণীর দেহবোশেস বিয়োজিত হয়ে হিউমাস তৈরি হয়?
উত্তর। এ, স্তরে।
১৭. উত্তর পূর্ব ভারতের মৃত্তিকা খয়ের প্রধান কারণ কি ?
উত্তর। ঝুম চাষ।
১৮. সালীনাইজেশন কি ?
উত্তর। সোলান চাক মৃত্তিকা সৃষ্টির পদ্ধতি।
১৯. কে প্রথম সাইক্লোন শব্দটি ব্যাবহার করেন ?
উত্তর। হেনরি পিডিংটন।
২০. টাইফুন কোন অঞ্চলে সৃষ্টি হয় ?
উত্তর। দক্ষিণ পূর্ব চীন সাগরে।
২১. সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণঝড় কোনটি ?
উত্তর। টর্নেডো।
২২. ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণি ঝড়ের নাম কি ?
উত্তর। সাইক্লোন।
২৩. মিষ্ট্রাল বায়ু কোথায় প্রবাহিত হয় ?
উত্তর। ফ্রান্সের রোন উপত্যকায়।
২৪. মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডোর প্রচলিত নাম কি ?
উত্তর। Twister ।
২৫. ২০১৩ ভারতবর্ষের কোথায় ফাইলিন ঘূর্ণিঝড় হয়েছিল
উত্তর। উড়িষ্যা উপকূলে
২৬. কোন অঞ্চলে হ্যারিকেন ঘূর্ণিঝড় সৃষ্টি হয় ?
উত্তর। ক্যারিবিয়ান সাগরে।
২৭. পৃথিবীর কোথায় সর্বাধিক টর্নেডো ঝড়ের উৎপত্তি হয় ?
উত্তর। প্রেইরি অঞ্চলে ।
২৮. বজ্রবিদ্যুৎ সহ মুষলধারায় বৃষ্টিপাত হয় কোন মেঘ থেকে? উত্তরঃ কিউমুলোনিম্বাস মেঘ থেকে ।
২৯. গ্রীনল্যান্ডের সারাবছর কি ধরনের ঘূর্ণবাত বিরাজ করে?
উত্তর। প্রতীপ ঘূর্ণবাত।
৩০. ক্রান্তীয় ঘূর্ণবাত এর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর। উষ্ণ সমুদ্র পৃষ্ঠ।
৩১. মধ্য অক্ষাংশীয় অঞ্চলে মহাদেশেরপশ্চিমে কোন ধরনের জলবায়ু দেখা যায়?
উত্তর। ভূমধ্যসাগরীয় জলবায়ু।
৩২. বায়ুমন্ডলের কোন স্তরে জেট বায়ু প্রবাহ দেখা যায়?
উত্তর। ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার।
৩৩. দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকা কোন প্রকার জলবায়ুর অন্তর্গত?
উত্তর। নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত।
৩৪. ক্যালিফোর্নিয়া কোন জলবায়ু অঞ্চলে অবস্থিত?
উত্তর। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত।
৩৫. জেট বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়?
উত্তর। পশ্চিম থেকে পূর্ব দিকে।
৩৬. এল নিনো কোথায় দেখা যায়?
উত্তর। প্রশান্ত মহাসাগরে।
৩৭. কাকে পৃথিবীর বজ্রপাতের দেশ বলা হয়?
উত্তর। ভেনেজুয়েলা কে।
৩৮. দ্যা ডক্টর ওয়াইন্ড নামে কোন বায়ু পরিচিত?
উত্তর। পাম্পের ও।
৩৯. হারমাট্টান বায়ু কোথায় প্রবাহিত হয়?
উত্তর। গিনি উপকূলে।
৪০. ডোলড্রাম কোথায় দেখা যায়?
উত্তর। নিরক্ষীয় অঞ্চলে।
৪১. জেট স্ট্রিম এর গতিবেগ কত?
উত্তর। সাড়ে 300 থেকে সাড়ে 400 কিমি পার ঘন্টা।
৪২. বায়ু সংবহনের ত্রি কোষ তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর। পল মেন।
৪৩. হ্যাডলি কোষ এর অবস্থান লেখ।
উত্তর। জিরো ডিগ্রী থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে।
৪৪. কোপেন কৃত AF জলবায়ু বলতে কী বোঝায়?
উত্তর। ক্রান্তীয় সাভানা জলবায়ু কে।
৪৫. এল নিনো আবির্ভাবের বছরে কোন অঞ্চলে উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায়?
উত্তর। পেরু ও ইকুয়েডর অঞ্চলে।
৪৬. ফেরেল কক্ষ কোন বায়ু প্রবাহের অন্তর্গত?
উত্তর। পশ্চিমা বায়ুর অন্তর্গত।
৪৭. শীতকালীন বৃষ্টিপাতের দেশ কাকে বলা হয়?
উত্তর। ইতালিকে।
৪৮. সার্দান এসিলেসন কাকে বলা হয়?
উত্তর। ওয়াকার সার্কুলেশন কি।
৪৯. জলাভূমি অঞ্চলে কি ধরনের উদ্ভিদ জন্মায়?
উত্তর। হাইড্রোফাইট।
৫০. একটি মেসোথার্ম উদ্ভিদের নাম লেখ ?
উত্তর। সেগুন।
No comments:
Post a Comment