আজ ২২ শে ডিসেম্বর, দক্ষিণ অয়নান্ত দিবস বা মকর সংক্রান্তি। আজ দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত্রি (১৪ ঘন্টা দিন ও ১০ রাত্রি)। আর উত্তর গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা। অর্থাৎ, সবচেয়ে ছোট দিন এবং সবচেয়ে বড় রাত্রি। আজ দক্ষিণায়ণের শেষ এবং উত্তরায়নের শুরু। আজকের এই দিনে পৃথিবী তার কক্ষপথে এমনভাবে অবস্থান করে যে মকরক্রান্তি রেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে এবং দক্ষিণ গোলার্ধের বেশি অংশ আলোকিত হয়। ফলে দক্ষিণ গোলার্ধে বৃহত্তম দিন এবং ক্ষুদ্রতম রাত্রি হয়। যদিও প্রতিবছর ২২ শে ডিসেম্বরই এই ঘটনা ঘটেনা। কখনো কখনো এটি ২২ শে ডিসেম্বরের ২-১ দিন আগেপরেও ঘটে থাকে। তবে অধিকাংশ বছর ২২ শে ডিসেম্বর এটি ঘটে থাকে বলে, সাধারণভাবে ২২ শে ডিসেম্বর তারিখটিই দক্ষিণ অয়নান্ত দিবস হিসেবে ধরা হয়।
No comments:
Post a Comment