ভারতের হিমাচল প্রদেশের রাজ্যের পার্বতী উপত্যকা। বিপাশা নদীর সঙ্গে পার্বতী নদীর সঙ্গমে তৈরি ধারাপ্রবাহ বয়ে গিয়েছে এই উপত্যকার মধ্য দিয়ে। পাহাড় এবং জঙ্গলে ঘেরা এই উপত্যকা ভারতের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র। হিমালয়ের কোলে থাকা এই উপত্যকায় তুষার-ঢাকা পাহাড়ের মনোরম দৃশ্য দেখা যায়। বছরের পর বছর প্রকৃতির টানে এই অঞ্চলে ভিড় জমান বহু পর্যটক। তবে সৌন্দর্যের জন্য যেমন বিখ্যাত, তেমনই বদনামও রয়েছে এই উপত্যকার। পার্বতী উপত্যকা মৃত্যু উপত্যকা নামেও কুখ্যাত। বহু দেশি-বিদেশি পর্যটক এই উপত্যকায় ঘুরতে এসে রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার কারণেই এরূপ কুখ্যাতি। পার্বতী উপত্যকার আশপাশে বিভিন্ন বাড়ির দেওয়াল, বিদ্যুতের খুঁটি, শৌচালয়, সবই নিখোঁজ মানুষদের পোস্টারে ভরা। বছরের পর বছর ধরে মৃত্যু উপত্যকায় পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। যেমন ২০১৬ সালে ৩৫ বছর বয়সি আমেরিকার বাসিন্দা জাস্টিন এই উপত্যকার বেড়াতে এসে নিখোঁজ হন। আবার, ২০২১ সালের নভেম্বরে দিল্লির ৩২ বছর বয়সি ধ্রুব অগ্রবালের নিখোঁজ হওয়ার ঘটনাও রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, গত তিন দশকে এই এলাকায় নিখোঁজ মানুষের সংখ্যা প্রায় দু’ডজন। তবে স্থানীয়দের মতে এই সংখ্যা আরও অনেক বেশি। তবুও পর্যটকদের এই উপত্যকায় যেতে উৎসাহের খামতি নেই।
প্রচলিত লোকবিশ্বাস অনুসারে, শিবঠাকুর এই উপত্যকায় প্রায় তিন হাজার বছর ধরে ধ্যান করেছিলেন। নাগা সাধুর রূপ ধারণ করে তিনি সেখানে ধ্যানমগ্ন হন। বহু যুগ পর ধ্যানভঙ্গের পর শিব তাঁর চোখ খুলে এই উপত্যকার মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখে মোহিত হয়ে যান। শিবঠাকুর তাঁর স্ত্রী দেবী পার্বতীর নামানুসারে এই উপত্যকার নামকরণ করেন পার্বতী উপত্যকা। শিব এবং পার্বতী এই স্থানটির সৌন্দর্য দেখে এতটাই বিস্মিত হয়েছিলেন যে, তাঁরা এখানে আরও কিছু সময় কাটানোর সিদ্ধান্ত নেন। কিংবদন্তি অনুসারে, শিব-পার্বতী এই অঞ্চলে প্রায় ১১০০ বছর এক সঙ্গে কাটান। তবে, সৌন্দর্য ছাড়াও যে কারণে ঝুঁকি নিয়ে ফি বছর এই উপত্যকায় ছুটে আসেন দেশ-বিদেশের বহু পর্যটক, তা হল বিভিন্ন ধরনের মাদকের চাষ এবং মাদক পার্টি। স্থানীয়দের দাবি, এই উপত্যকায় নাকি পাওয়া যায় এক বিশেষ প্রজাতির মাদক। এটি বিশ্বের অন্যতম দামি মাদক এবং কাছের মানালা গ্রামের নাম অনুসারেই এর নামকরণও করা হয়েছে। এই মাদকের রমরমাও উপত্যকা থেকে পর্যটকদের উধাওয়ের অন্যতম কারণ বলে অনেকে মনে করেন। এক স্থানীয় সাংবাদিকের মতে, এখানে যাঁরা আসেন তাঁদের অনেকেই এক বিশেষ ধরনের জনপ্রিয় মাদকের খোঁজে এই উপত্যকায় আসেন। এই উপত্যকায় পাহাড়গুলি খাড়া এবং যাতায়াতের রাস্তা খুব সরু। তাই পাহাড় চড়তে গিয়ে দুর্ঘটনায় অনেকে প্রাণ হারিয়েছেন বলে মনে করা হয়। এছাড়া নিখোঁজ পর্যটকরা পার্বতী উপত্যকার পাহাড় এবং জঙ্গলে থাকা অনেক হিংস্র প্রাণীর শিকার হতে পারেন বলে মনে করা হয়। সবমিলিয়ে, পার্বতী উপত্যকা মানেই পর্যটনের এক অমোঘ আকর্ষণ।
তথ্যসূত্রঃ- আনন্দবাজার পত্রিকা
No comments:
Post a Comment