ভূগোল সেট -২ (Geography set -2)
১. মৌসিনরাম কোন রাজ্যের অন্তর্গত ?
উত্তর:- মেঘালয়।
২. পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি ?
উত্তর:- পামির মালভূমি, যায় গড় উচ্চতা ৪৮০০ ফুট।
৩. কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় ?
উত্তর:- গোদাবরী।
৪. রুদ্র প্রয়াগ কোন দুটি নদীর সঙ্গমে অবস্থিত ?
উত্তর:- অলকানন্দা ও মন্দাকিনী।
৫. কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় ?
উত্তর:- আয়ন বায়ুকে।
৬. ভারতীয় অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তর:- দেরাদুনে।
৭. সেন্ট্রাল রাইস ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
উত্তর:- কটক।
৮. ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ফরেস্ট ম্যানেজমেন্ট কোন শহরে অবস্থিত ?
উত্তর:- ভূপালে।
৯. বায়ুর গতির সাথে সমান্তরালে যে সব বালিয়াড়ি গঠিত হয় তাদের কি বলে ?
উত্তর:- অনুদৈর্ঘ্য বালিয়াড়ি।
১০. কোন তৃণভূমিকে রুটির ঝুড়ি বা Wheat Basket বলা হয় ?
উত্তর:- প্রেইরি তৃণভূমিকে।
https://chat.whatsapp.com/D6Mns9HEQwf5nGfeIXZXVK
১১. ভাগীরথী ও অলকানন্দার সংযোগস্থল কি নামে পরিচিত ?
উত্তর:- দেবপ্রয়াগ।
১২. ভারতের আদমশুমারি 2011 অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক লিঙ্গ অনুপাত রয়েছে ?
উত্তর:- পুদুচেরিতে।
১৩. কোন নদী বরাবর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত ?
উত্তর:- কংসাবতী।
১৪. গারো ধূসর রঙের মেঘ যা বৃষ্টিপাত ঘটায় তার নাম কি ?
উত্তর:- নিম্বো স্ট্যাটাস।
১৫. মালনাদ শব্দের অর্থ কি ?
উত্তর:- পাহাড়ি দেশ।
১৬. বাতাসের নাইট্রোজেন এর শতকরা পরিমাণ কত ?
উত্তর:- ৭৮.০৯ শতাংশ।
১৭. মেক্সিকো খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে ?
উত্তর:- আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।
১৮. কাশ্মীর উপত্যাকা কোন কোন পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত ?
উত্তর:- ভাস্কর ও পিরপাঞ্জাল।
১৯. বাংলাদেশের কোন নদী পদ্মা নামে পরিচিত ?
উত্তর:- গঙ্গা।
২০. ভারতের লিচু গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তর:- মজফরপুর।
২১. সৌরজগতের কোন গ্রহের এস্কেপ ভেলোসিটি সবচেয়ে বেশি ?
উত্তর:- বৃহস্পতি।
২২. মাজুলী দ্বীপ কোথায় অবস্থিত ?
উত্তর:- আসামের ব্রহ্মপুত্র নদীতে।
২৩. কোন শিল্পকে ' শিল্প দানব' বলা হয় ?
উঃ- পেট্রো – রসায়ন শিল্পকে ।
২৪. 'রেগুর' কাকে বলা হয় ?
উঃ- কৃষ্ণ মৃত্তিকাকে
২৫. চা উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে ?
উঃ- প্রথম।
২৬. গম উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে ?
উঃ- দ্বিতীয় তম
২৭. হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়?
উঃ- ৭৬ বছর।
২৮. উৎপত্তি অনুসারে শিলা কে কয় ভাগে ভাগ করা যায় ?
উঃ- ৩ ভাগে
২৯. "প্রশান্ত মহাসাগর দ্বার" কাকে বলা হয় ?
উঃ- পানামা খাল
৩০. পৃথিবীর সবথেকে বড় জলপ্রপাতটি কোথায় অবস্থিত ?
উঃ- ভেনেজুয়েলাতে
https://youtube.com/@geohub843৩১. ভারতের কোন কোন রাজ্য পেট্রোলিয়াম এর মূল কেন্দ্র ?
উঃ- গুজরাট এবং মহারাষ্ট্র
৩২. খনিজ তেল ভারতের কোথায় প্রথম আবিষ্কৃত হয়েছিল ?
উঃ- ডিগবয়
৩৩. ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি ?
উঃ- সিয়াচেন
৩৪. পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি ?
উঃ- গডউইন অস্টিন
৩৫. সান্দাকাফু শৃঙ্গের উচ্চতা কত ?
উঃ- ৩,৬৩৬
৩৬. ভারতের একটি রবি ফসলের নাম হল-
উঃ- গম
৩৭. কফি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?
উঃ- সপ্তম
৩৮. আখ উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে ?
উঃ- ব্রাজিল
৩৯. কোন শস্য চাষে প্রচুর বৃষ্টিপাত প্রয়োজন হয় ?
উঃ- পাট
৪০. সুন্দরবন হল _______ অরণ্য.
উঃ- ম্যানগ্রোভ।
৪১. পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
উঃ- প্রশান্ত মহাসাগর।
৪২. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কি?
উঃ- বুধ।
৪৩. সৌরজগতের কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত?
উঃ- মঙ্গল।
৪৪. হিমালয় কোন প্রকারের পর্বত?
উঃ- ভঙ্গিল পর্বত।
৪৫. কোন ভারতীয় প্রথম মহাকাশে গিয়েছিলেন?
উঃ- রাকেশ শর্মা।
৪৬. বায়ুমন্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়?
উঃ- নাইট্রোজেন।
৪৭. অস্ট্রিয়ার রাজধানীর নাম কি
উঃ- ভিয়েনা।
৪৮. গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য?
উঃ- পাঞ্জাব।
৪৯. কুচিপুড়ি নৃত্যনাট্যটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত?
উঃ- অন্ধ্রপ্রদেশ।
৫০. পরিবেশ দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়?
উঃ- 5 জুন।
No comments:
Post a Comment