Welcome to GEO HUB (Enhance Your Geo Knowledge) Ghoralia, Santipur, Nadia, West Bengal-741404, Mobile: 8926495022 email: geohubghoralia@gmail.com

Diable copy paste

Sunday 4 July 2021

অপসূর (aphelion)

 অপসূর (aphelion): গ্রীক শব্দ apo এবং helios থেকে aphelion শব্দটির উদ্ভব হয়েছে। apo অর্থ দূরে ও helios অর্থ সূর্য। বাংলা অপসূর শব্দের ‘অপ’ অর্থ দূরে এবং ‘সূর’ অর্থ সূর্য। অর্থাৎ সূর্যের দূরবর্তী অবস্থান। সাধারণত অপসূর (aphelion) বলতে সূর্য থেকে যেকোন গ্রহ বা গ্রহাণুর সবচেয়ে দূরবর্তী অবস্থানকে বুঝায়। 



     অপসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবী সবচেয়ে দূরে অবস্থান করে। সূর্যের চারদিকে কোন গ্রহের কক্ষপথের দূরতম বিন্দুকে অপসূর (Aphelion) বলে। আমরা জানি, পৃথিবী যে কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে তা বৃত্তাকার নয়, অনেকটা ডিম্বাকার। এ কারনে পৃথিবী হতে সূর্যের দূরত্ব সবসময় একইরকম থাকেনা। সূর্যের চারদিকে প্রদক্ষিণকালে পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব ৪ জুলাই সবচেয়ে বেশি থাকে। এ সময় পৃথিবী থেকে সূর্যের মধ্যবর্তী দূরত্ব থাকে ১৫ কোটি ২০ লক্ষ (১৫২ মিলিয়ন) কি.মি.। পৃথিবী থেকে সূর্যের এই দূরবর্তী অবস্থানকে অপসূর (aphelion) বলে।

সাধারণত প্রতিবছর ৪ঠা জুলাই তারিখে সূর্য থেকে পৃথিবী দূরতম অবস্থানে থাকে এবং ৪ঠা জুলাইকে অপসূর হিসেবে ধরা হয়। তবে কখনো কখনো ৪ঠা জুলাই এর ২-১ দিন আগে বা পরেও অপসূর অবস্থান দেখা যায়।


তথ্যসূত্র:
1. Wikipedia,
2. bn.quora.com



লেখক:

অয়ন বিশ্বাস
বি.এসসি, এম.এ(ভূগোল), বি. এড্
ঘোড়ালিয়া, শান্তিপুর, নদিয়া।


.........................................................................................................
লেখকের লিখিত অনুমতি ছাড়া সমগ্র বা আংশিক অংশ প্রতিলিপি করা পুরোপুরি নিষিদ্ধ। কোন তথ্যের সমগ্র আংশিক ব্যবহার মুদ্রণ বা যান্ত্রিক পদ্ধতিতে (জিংক, টেক, স্ক্যান, পিডিএফ ইত্যাদি) পুনরুৎপাদন করা নিষিদ্ধ। 

No comments:

Post a Comment