Welcome to GEO HUB (Enhance Your Geo Knowledge) Ghoralia, Santipur, Nadia, West Bengal-741404, Mobile: 8926495022 email: geohubghoralia@gmail.com

Diable copy paste

Thursday 22 June 2017

ভৌগোলিক পরিচয়


******* UNDER CONSTRACTION *******
# প্রধান কয়েকজন ভূগোলবিদদের তালিকা:

• এরাতোস্থেনেস (খ্রীস্টপূর্ব ২৭৬ -
১৯৪ অব্দ) : সর্বপ্রথম "ভূগোল" শব্দটি ব্যবহার
করেন ও পৃথিবীর আয়তন নির্ণয় করেন।
স্ট্রাবো (খ্রিস্টপূর্ব ৬৪/৬৩ - খ্রিস্টীয়
২৪ অব্দ) : ভূগোল বিষয়ক প্রথম
বিশ্বকোষীয় গ্রন্থ "The Geographica" -
এর লেখক।
• টলেমি (খ্রিস্টীয় ৯০ - ১৬৮ অব্দ) :
"Geographia" নামক গ্রন্থে গ্রীক ও
রোমানদের আহরিত জ্ঞানকে সুসঙ্গবদ্ধ
করেন।
• আল-ইদ্রিসি (১১০০ - ১১৬৫/৬৬) : "নুজহাতুল
মুসতাক" গ্রন্থের লেখক।
• জেরারডাস মারকেটর (১৫১২ - ১৫৯৪) :
অন্যতম প্রধান মানচিত্র অঙ্কনবিদ ও "মার্কেটর
অভিক্ষেপ"-এর প্রবর্তক।
• আলেকজান্ডার ফন হুমবোল্ড্ট্ (১৭৬৯ -
১৮৫৯) : আধুনিক ভূগোলের জনক বলে
গন্য করা হয় ও "জীব-ভূগোল"-এর প্রবর্তক।
• কার্ল রিটার (১৭৭৯ – ১৮৫৯) : আধুনিক
ভূগোলের জনক বলে গন্য করা হয় ও
বার্লিন বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগের
প্রতিষ্ঠাতা।


তথ্য সূত্র : https://bn.m.wikipedia.org

© Ayan Biswas (GEO HUB)

No comments:

Post a Comment