Welcome to GEO HUB (Enhance Your Geo Knowledge) Ghoralia, Santipur, Nadia, West Bengal-741404, Mobile: 8926495022 email: geohubghoralia@gmail.com

Diable copy paste

Friday 23 June 2017

ভারতীয় ভূগোলের পিতৃপুরুষ অধ্যাপক ডঃ শিবপ্রসাদ চ্যাটার্জী

শান্তিপুর তথা ভারতের গর্ব …………

অধ্যাপক ডঃ শিবপ্রসাদ চ্যাটার্জী,
( এম.এস.সি, পি.এইচ.ডি, ডি.লিট ), পদ্মভূষণ
জন্ম : 22 শে ফেব্রুয়ারী 1903
জন্মস্থান : শান্তিপুর
মৃত্যু : 27 শে ফেব্রুয়ারী 1989

• কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূগোলবিভাগের প্রতিষ্ঠাতা
• মেঘালয় রাজ্যের নামকরণ করেন
• তিনি National Atlas and Thematic Maping Organisation গড়ে তোলেন
• Geograpical society of India - এর প্রতিষ্ঠাতা
• ধর্ম অনুযায়ি জনবসতি বিষয়ক Map of Bengal এর রচয়িতা
• কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূগোলের শিক্ষক শিক্ষণ বিভাগে ভূগোল বিষয়টি অন্তর্ভুক্ত করেন

          তিনি ছিলেন শান্তিপুরের এক কৃতী ছাত্র | 1926 খ্রীষ্টাব্দে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে তিনি ভূবিদ্যায় এম.এ ডিগ্রী লাভ করেন |এরপর উচ্চ শিক্ষার জন্য ফ্রান্সের সারবান বিশ্ববিদ্যালয় থেকে 1936 সালে ভূগোলের উপর রিসার্চ করে ডি. লিট উপাধি লাভ করেন | লণ্ডন বিশ্ববিদ্যালয় থেকে ভারতীয়দের মধ্যে তিনিই প্রথম পি. এইচ. ডি. লাভ করেন | তিনি রেঙ্গুন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব ও ভূগোল বিভাগের অধ্যক্ষ ছিলেন 1928-1932 সাল পর্যন্ত | প্যারিসের ভৌগোলিক সমিতি থেকে তিনি 'গোভি' পদক পান | এরপর তিনি কলকাতায় ফিরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূগোলের অধ্যাপক পদে বৃত হন এবং শিক্ষক শিক্ষণ বিভাগে ভূগোল বিষয়টি অন্তর্ভুক্ত করেন | তাঁর প্রচেষ্টায় 1939 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়েভূগোল অনার্স এবং 1941 সালে ভূগোলে এম. এ. ক্লাস খোলা হয় | ভূগোলে গবেষণা করে তিনি প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি পান | ঐ সময় তিনি আন্তর্জাতিক ভৌগোলিক কংগ্রেসে আমন্ত্রিত হন | দেশ স্বাধীন হলে ভারতের মানচিত্র বিষয়ে একটি কেন্দ্র স্থাপনের প্রস্তাব উঠলে ভারত সরকার তাঁকে আহ্বান করে | তিনি National Atlas and Thematic Maping Organisation গড়ে তোলেন | এই প্রতিষ্ঠানে তিনি প্রথম ডিরেক্টর ছিলেন | প্রতিষ্ঠানটি আজ বিশ্বমানে উন্নীত |

        ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্যের নামকরণও করেছিলেন এই বঙ্গসন্তান - মেঘালয় | ওই অঞ্চলের মালভূমি নিয়ে গবেষণা রয়েছে তাঁর | এছাড়া কাজ করেছেন পশ্চিমবঙ্গের নদী-মৃত্তিকা, কলকাতা ও 24 পরগনার ভৌগোলিক বৈশিষ্ট্য, রাঁচির মালভূমি ইত্যাদি বহু বিষয়ে | বিভিন্ন অঞ্চলের মানচিত্র নিয়েও গবেষণা রয়েছে তাঁর | শিবপ্রসাদের লেখা ' বঙ্গল ইন ম্যাপস' এ রাজ্যের মানচিত্র বোঝার জন্য এখনও বহুল ব্যবহৃত | আন্তর্জাতিক ভূগোল ইউনিয়নের সভাপতিও ছিলেন শিবপ্রসাদ | 1989 সালের 27 শে ফেব্রুয়ারী কলকাতাতে তিনি মারা যান |


তথ্য সূত্র : শান্তিপুর প্রসঙ্গ, দ্বিতীয় খণ্ড : কল্যাণী নাগ ; আনন্দবাজার পত্রিকা, 23 মার্চ, 2012



লেখক:
অয়ন বিশ্বাস
বি.এসসি, এম.এ(ভূগোল), বি. এড্
ঘোড়ালিয়া, শান্তিপুর, নদিয়া।


© GEO HUB (Enhance Your Geo Knowledge) # Ghoralia, Santipur, Nadia, Pin- 741404.
.........................................................................................................
লেখকের লিখিত অনুমতি ছাড়া সমগ্র বা আংশিক অংশ প্রতিলিপি করা পুরোপুরি নিষিদ্ধ। কোন তথ্যের সমগ্র আংশিক ব্যবহার মুদ্রণ বা যান্ত্রিক পদ্ধতিতে (জিংক, টেক, স্ক্যান, পিডিএফ ইত্যাদি) পুনরুৎপাদন করা নিষিদ্ধ। এই শর্ত লঙ্খন করা হলে আইনের সাহায্য নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments:

Post a Comment