Welcome to GEO HUB (Enhance Your Geo Knowledge) Ghoralia, Santipur, Nadia, West Bengal-741404, Mobile: 8926495022 email: geohubghoralia@gmail.com

Diable copy paste

Wednesday 30 November 2022

ভূগোল সেট-৫ (Geography set-5)

 

ভূগোল সেট-৫ (Geography set-5)


১. ভারতের কোন শহরকে গোলাপি নগর বলা হয়?

উঃ-  জয়পুর।


২. ভারতের দীর্ঘতম হিমবাহ কি?

উঃ-  সিয়াচেন।


৩. অজন্তা গুহা কোথায় অবস্থিত ?

উঃ- মহারাষ্ট্র।


৪. পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু দেখা যায়?

উঃ- ক্রান্তীয় মৌসুমী।


৫. ওজোন স্তরের ক্ষয়ের জন্য কোন গ্যাস দায়ী?

উঃ- ক্লোরোফ্লোরো কার্বন (CFC)।


৬. কার শাসনকালে প্রথম মারাঠা যুদ্ধ ঘটে?

উঃ- ওয়ারেন হেস্টিংস।


৭. শ্বেত বিপ্লব কিসের সাথে জড়িত?

উঃ- দুধে উৎপাদন


৮. ‘ সবুজ বিপ্লব ‘ কথাটি সর্বপ্রথম ব্যবহার কে করেন?

উঃ- William S.Gaud (1968)।


৯. সবথেকে গরম গ্রহ হল-

উঃ- শুক্র


১০. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি ?

উঃ- গোদাবরী


১১. পৃথিবী কত ডিগ্রি কোণে হেলে আছে ?

উঃ- ৬৬.৫ ডিগ্রি (সাড়ে ৬৬°)


১২. সাহারা মরুভূমি কোথায় অবস্থিত ?

উঃ- উত্তর আফ্রিকা


১৩. পশ্চিমবঙ্গের আয়তন কত ?

উঃ ৮৮,৭৫২ বর্গকিমি।


১৪. পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত ?

উঃ ৯ কোটি ১০ লক্ষ। (২০১১ সালের গণনা অনুযায়ী)


১৫. পশ্চিমবঙ্গের য়টি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে ?

উঃ ৫ টি।


১৬.পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে?

উঃ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদীয়া।


১৭. পশ্চিমবঙ্গের সীমারেখা কয়টি রাজ্যের সাথে জড়িত ?

উঃ ৫ টি।


১৮. পশ্চিমবঙ্গের সীমারেখা কোন কোন রাজ্যের সাথে Share করেছে ?

উঃ সিকিম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও আসাম এই ৫ টি রাজ্যের সাথে জড়িত রয়েছে।


১৯. পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের (g) মান কত?
উত্তর: শূন্য (০)

২০. কোনো বস্তুর অভিকর্ষ কেন্দ্র কয়টি?
উত্তর: একটি।

২১. মহাশূন্যে পাঠানো প্রথম উপগ্রহ কোনটি?
উত্তর: স্পুটনিক-১।

২২. মহাকর্ষ কী?
উত্তর: মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে।

২৩. কমলালেবুর শহর কাকে বলে?
উ: নাগপুরকে।

২৪. কোন শহরকে উদ্যান নগরী বলে?
উ: বেঙ্গালুরুকে।

২৫. ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম কী?
উ: গুজরাটের কান্দালা।

২৬. বান ডাকা কোন জোয়ারের সঙ্গে যুক্ত?
উ: ভরা জোয়ার।

২৭. ভূগোল শব্দটি প্রথম কে ব্যবহার করে?
উ: এরাটোসথেনিস।

২৮. 'সব বিষয়ের জননী' কোন শাস্ত্রকে বলা হয়?
উ: ভুগোলকে।


২৯. প্রধানত কোন গ্যাস ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী?

উত্তর।    ক্লোরোফ্লোরো কার্বন।

৩০. ক্লোরো ফ্লোরো কার্বন এর প্রধান উৎস কি?

উত্তর।    শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র।

৩১. ওজোন স্তর ক্ষয় প্রথম কে আবিষ্কার করেন?

উত্তর।   বিজ্ঞানী ফর মেন।

৩২. ক্লোরো ফ্লোরো কার্বন এর বাণিজ্যিক নাম কি?

উত্তর।    ফ্রেওন।

৩৩. সূর্যের অয়ন চলনের ব্যাপ্তিকাল কত বছর ?

উত্তর।    প্রায় 10 হাজার বছর।

৩৪. বিশ্বের সবচেয়ে বেশি কোন দেশ গ্রিনহাউস গ্যাস উৎপাদন করে ?

উত্তর।   চীন।

৩৫. ভারতবর্ষের কোন অঞ্চল জীব বৈচিত্রের হটস্পট বলে বিবেচিত হয়েছে?

উত্তর।   পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চল।

৩৬. পৃথিবীতে কতগুলি জীব বৈচিত্র হটস্পট অঞ্চল আছে?

উত্তর।   35 টি।

৩৭. পৃথিবীতে মেগা জীব-বৈচিত্র দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে?

উত্তর।    নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে।

৩৮. বায়োডাইভারসিটি হটস্পট শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

উত্তর।   বিজ্ঞানী মায়ার্স।

৩৯. জীব বৈচিত্রের উষ্মা কেন্দ্রের একটি উদাহরণ দাও।

উত্তর।    সাইলেন্ট ভ্যালি।

৪০. জীববৈচিত্র শব্দটি কে প্রথম ব্যবহার করেন?

উত্তর।    ওয়াল্টার রোজেন।

৪১. স্থানিক সংরক্ষণের একটি পদ্ধতির নাম লেখ।

উত্তর।    জাতীয় উদ্যান।

৪২. ভারতে হাতি বিস্মরণ অনুপ্রবেশের একটি গুরুত্বপূর্ণ কারণ লেখ।

উত্তর।   আবাসস্থল সংকোচন।

৪৩. সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণী দের সংখ্যা যে পুস্তকে প্রকাশ করা হয় তার নাম কি?

উত্তর।    রেড ডাটা বুক।

৪৪. ঘুঘু পাখি কি ধরনের প্রাণী?

উত্তর।    বিপদাপন্ন প্রাণী।

৪৫. ভারতের বন্যপ্রাণী সুরক্ষা আইন কত সালে পাশ হয়?

উত্তর।    1972 সালে।

৪৬. ভরতপুর পাখি সংরক্ষণগার কোন রাজ্যে অবস্থিত?

উত্তর।    রাজস্থানে।

৪৭. কোন সংস্থা রেড ডাটা বুক তৈরি করে?

উত্তর।    IUCN।

৪৮. পশ্চিমঘাট পর্বত অঞ্চলের একটি উল্লেখযোগ্য প্রজাতির নাম লেখ।

উত্তর।    নীলগিরি তহর।

৪৯. শিশুদের লিউকোমিয়া রোগের ওষুধ পাওয়া যায় কোন গাছ থেকে?

উত্তর।    নয়ন তারা গাছ থেকে।

৫০. ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়?

 উত্তর।   ডবসন এককে।




No comments:

Post a Comment