Welcome to GEO HUB (Enhance Your Geo Knowledge) Ghoralia, Santipur, Nadia, West Bengal-741404, Mobile: 8926495022 email: geohubghoralia@gmail.com

Diable copy paste

Saturday 3 December 2022

ভূগোল সেট-১০ (Geography set-10)

 ভূগোল সেট-১০ (Geography set-10)


১. অন্তর্জাত প্রক্রিয়ার একটি ফল লেখ।

উত্তর - ভূ- বিপর্জয়।

২. অবরোহন ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত প্রক্রিয়ার নাম কি ?

উত্তর।  পর্যায়ন।

৩. অবরোহন প্রক্রিয়ার ফলে গঠিত একটি ভূমিরূপের নাম লেখ।

উত্তর   ক্ষয় জাত পর্বত।

৪. গ্রেড শব্দটি কে প্রথম ব্যাবহার করেন ?

উত্তর     জি, কে, গিলবার্ট।

৫. কোন ধরনের আলোড়নের ফলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় ?

উত্তর।   গিরিজনি আলোড়নের ফলে।

৬. আরোহণ প্রক্রিয়ার একটি নিয়ন্ত্রকের নাম লেখ ।

উত্তর।     ভূমির ঢাল।

৭. নদীর ভারসাম্যে পৌঁছানো কে কী বলা হয় ?

উত্তর।     পর্জায়ন।

৮. কোন প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলা চূর্ণ - বিচূর্ণ হয়ে সেই স্থানে পড়ে থাকে ?

উত্তর।     অবহবিকার।

৯. দ্বিতীয় ক্রম ভূমির উদাহরণ দাও।

উত্তর।      মালভূমি।

১০. কোন অঞ্চলে টর ভূমিরূপ  দেখতে পাওয়া যায় ?

উত্তর।     গ্রানাইট যুক্ত অঞ্চলে।

১১. হিমাচল প্রদেশের মনিকরণের উষ্ণ প্রস্রবণ টি কি জাতীয় ?

উত্তর।      চুতি প্রস্রবণ।

১২. ভারতের কোথায় প্রস্রবণ রেখা দেখা যায় ?

উত্তর।      দেরা দুনে।

১৩. ব্লো হোল স্কটল্যান্ডে কি নামে পরিচিত ?

উত্তর।      গ্লুপ।

১৪. ভৌমো জলতলের উপর প্রবেশ্য শিলা স্তরের মধ্যে বাহিত জল কে কী বলে ?

উত্তর।     ভাদোস জল।

১৫. ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জল বাহি স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায়, তাকে কি বলে ?

উত্তর      স্থায়ী সম্পৃক্ত স্তর।

১৬. কোন ধরনের শিলা স্তরে ক্রাস্ট ভূমিরূপ দেখা যায় ?

উত্তর।     চুনা পাথর।

১৭. ভারতের কোথায় চুনা পাথরের ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ দেখা যায় ?

উত্তর।     উত্তর প্রদেশের দেরাদুনে।

১৮. একটি একুইজ ফিউজ স্তরের উদাহরণ দাও।

উত্তর।       গ্রানাইট।

১৯. অগ্নুৎপাতের সময় ম্যাগমার সাথে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তার নাম কি ?

উত্তর।      উৎসন্দ জল।

২০. ভৌমজলতলের ঊর্ধ্ব সীমা কে কী বলা হয় ?

উত্তর।      পিজো মেট্রিক তল।


২১. পাললিক শিলা গঠিত হবার সময় যে জল শিলায় আবদ্ধ হয় তাকে কি বলে ?

উত্তর।     সহজাত জল।

২২. বৃষ্টির জল ও চুনা পাথর দ্বারা সৃষ্টি কার্বনিক অ্যাসিডের বিক্রিয়া কে কী বলা হয় ?

 উত্তর।       অঙ্গার যোজন।

২৩. নরওয়ে ও সুইডেনের উপকূল কি জাতীয় উপকূলের উদাহরণ ?

উত্তর।      ফিয়র্ড উপকূলের।

২৪. প্রবাল কীট দ্বারা গঠিত সমুদ্র পৃষ্ঠ থেকে স্বল্প উত্থিত বৃত্তাকার প্রাচীর কে কি বলা হয় ?

উত্তর।      আটল ।

২৫. সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্টি হওয়া বাঁধের এক অংশ যদি সমুদ্রে ডুবে থাকে ও ওপর প্রান্ত যদি স্থল ভাগে যুক্ত থাকে তখন তাকে কি বলে ?

উত্তর।     স্পিট।

২৬. ডলফিন নোজ কি ?

উত্তর।   বিশাখাপত্তনোমের কাছে একটি সমুদ্র ভৃগু হলো ডলফিন নোজ।

২৭. রিয়া উপকূল কোথায় দেখা যায় ?

উত্তর।      দক্ষিণ পশ্চিম আয়ারল্যান্ডে।

২৮. ফিয়োর্ড কোথায় দেখা যায় ?

উত্তর।     হিমবাহ যুক্ত উপকূলে।

২৯. ওয়াতেন কি ?

উত্তর।      জার্মান ভাষায় পুরো দেশীয় বাঁধের পিছনে অবস্থিত লবণাক্ত জলাভূমি কে ওয়াতেন বলে।

৩০. টম্বলো কি ?

উত্তর।     যে পুরো দেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে টম্বলো বলে।



৩১. স্ট্যাক কি ?

উত্তর।      এক ধরনের "দা ওল্ড ম্যান অফ্ হয়" হলো স্ট্যাক।

৩২. উপকূলের সাথে সমান্তরাল ভাবে অবস্থিত শৈলশিরার সমুদ্রে আংশিক নিমজ্জন ফলে গঠিত উপকূল কে কী বলে ?

উত্তর।      ডালমসিয়ান উপকূল।

৩৩. পৃথিবীর বৃহত্তম লেগুন কোনটি ?

উত্তর।     ক্যালিডনীয়ন হ্রদ।


৩৪. কে প্রথম ক্ষয় চক্রের ধারণা দেন ?

উত্তর।      ডেভিস।

৩৫. মরু ক্ষয়চক্রে লবণাক্ত জলের হ্রদ গুলিকে কি বলে ?

উত্তর।      প্লায়া।

৩৬. "একটি ভূমি রূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে" - এর বক্তা কে ?

উত্তর।     ডব্লু, এম, ডেভিস।

৩৭. "অসম বিকাশ তত্ত্বর" প্রবক্তা কে ?

উত্তর।     সি, এইচ, ক্রিকমে।

৩৮. ক্ষয়চক্র তত্ত্বতে কোন পর্যায়ে মোনাডোনোক গঠিত হয় ?

উত্তর।      বার্ধক্য পর্যায়ে।

৩৯. ক্ষয়ের শেষ সীমার প্রবর্তক কে ?

উত্তর।     পাওয়েল।

৪০. ভূ আন্দোলনের ফলে কি ধরনের পুনর যৌবন লাভ ঘটে ?

উত্তর।      গতিশীল।

৪১. "ভূমিরূপ হলো ভুগঠন, প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি"- ধারণাটি কর ?

উত্তর।       ডেভিসের।

৪২. পাদো সমতলিকরণ মতবাদটি কে প্রথম অবতরণ করেন ?

উত্তর।       এল, সি, কিং।

৪৩. ভারতের একটি উল্লেখ্য ক্রাস্ট অঞ্চলের নাম লেখ।

উত্তর।     বোরা গুহা।

৪৪. একটি পূর্ববর্তী নদীর নাম লেখ।

উত্তর।     সিন্ধু / শতুদ্র নদী।

৪৫. নদী ব দ্বীপ ও পলোল ব্যঞ্জনী কোন জল নির্গম প্রণালীতে গড়ে ওঠে ?

উত্তর।     বিনুনি রুপি।

৪৬. শিলার সমধর্মিতার দ্বারা নিয়ন্ত্রিত নদী নক্সর নামকি ?

উত্তর।      বৃক্ষ রুপি।

৪৭. মরুভূমির প্লয়াকে কেন্দ্র করে যে জল নির্গমন প্রণালী গড়ে ওঠে তার নাম কি ?

উত্তর।     কেন্দ্রমুখী ।

৪৮. মালভূমির খাড়া ঢালে যে জল নির্গমন প্রণালী গড়ে ওঠে তার নাম কি ?

উত্তর।     সামন্তরাল জল নির্গমন প্রণালী।

৪৯. একনত গঠন যুক্ত ভূমিভাগে কোন ধরনের নদী নক্সা গড়ে ওঠে ?

উত্তর।      জাফরী রুপি।

৫০. অ্যানুলার কথাটির অর্থ কি ?

উত্তর।     চক্র।

 

No comments:

Post a Comment