Welcome to GEO HUB (Enhance Your Geo Knowledge) Ghoralia, Santipur, Nadia, West Bengal-741404, Mobile: 8926495022 email: geohubghoralia@gmail.com

Diable copy paste

Sunday 4 December 2022

ভূগোল সেট- ১৪ (Geography set-14)

 বিভিন্ন দেশ ও শহরের উপনাম

১) ভারতের হাইটেক শহর বলা হয় –বেঙ্গালুরু ।

২) ভারতের প্রবেশদ্বার বলা হয় –মুম্বাই ।

৩) সূর্যোদয়ের দেশ বলা হয় – জাপান ।

৪) ভারতের রোম বলা হয় – দিল্লি ।

৫) শেষ সূর্যের দেশ বলা হয় – হাওয়াই দ্বীপ ।

৬) প্রাচীরের দেশ বলা হয় – চীনকে ।

৭) কেকের দেশ বলা হয় – স্কটল্যান্ড ।

৮) নীল নদের দান বলা হয় – ইজিপ্ট ।

৯) স্বর্ণ শহর বলা হয় – জোহানেসবারগ ।

১০) সহস্র হ্রদের দেশ বলা হয় –ফিনল্যান্ড ।

১১) নিশীথ সূর্যের দেশ বলা হয় –নরওয়ে ।

১২) অন্ধকারের দেশ বলা হয় –আফ্রিকা ।

১৩) পঞ্চ নদীর দেশ বলা হয় – পাঞ্জাব ।

১৪) পবিত্র ভূমি বলা হয় – প্যালেস্টাইন ।

১৫) বাতাসের শহর বলা হয় –শিকাগো ।

১৬) দাক্ষিণাত্যের কাশী বলা হয় –মাদুরাই ।

১৭) ইউরোপের ককপিট বলা হয় –বেলজিয়াম ।

১৮) সিটি অফ জয় বলা হয় – কলকাতা ।

১৯) ভাটির দেশ বলা হয় – বাংলাদেশ ।

২০) মন্দিরের শহর বলা হয় – বেনারস ।

২১) ভূস্বর্গ বলা হয় – কাশ্মীর ।

২২) সপ্ত প্যাগোডার শহর বলা হয় –মহাবলীপুরম ।

২৩) লবঙ্গ দ্বীপ বলা হয় – মাদাগাস্কার ।

২৪) সাত পাহাড়ের দেশ বলা হয় – রোম ।

২৫) গোলাপি শহর বলা হয় – জয়পুর ।

২৬) পিরামিডের দেশ বলা হয় – ইজিপ্ট ।

২৭) পৃথিবীর কসাইখানা বলা হয় –শিকাগো ।

২৮) ভূমিকম্পের দেশ বলা হয় – জাপান ।

২৯) চলচিত্রের শহর বলা হয় – হলিউড ।

৩০) পৃথিবীর চিনির পাত্র বলা হয় –কিউবা ।

৩১) স্বর্ণরেণুর নদী বলা হয় – ইয়াংসি কিয়াং ।

৩২) ভারতের ম্যানচেস্টার বলা হয় –আমেদাবাদ ।

৩৩) প্রাচ্যের প্যারিস বলা হয় – সাংহাই ।

৩৪) নিষিদ্ধ নগরী বলা হয় – লাসা ।

৩৫) মুক্তার দ্বীপ বলা হয় – বাহারিন ।

৩৬) পশু পালনের দেশ বলা হয় –তুর্কিস্তান ।

৩৭) সোনালি আঁশের দেশ বলা হয় –বাংলাদেশ ।

৩৮) সাদা হাতির দেশ বলা হয় –থাইল্যান্ড ।

৩৯) ম্যাপল বৃক্ষের দেশ বলা হয় –কানাডা ।

৪০) প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় –জাপান ।

৪১) শৈল রানি বলা হয় – দার্জিলিং ।

৪২) পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমি ।

৪৩) নদী মাতৃক দেশ বলা হয় –বাংলাদেশ ।

৪৪) রামধনুর দেশ বলা হয় – হাওয়াই দ্বীপ ।

৪৫) সমুদ্রের বধূ বলা হয় - গ্রেট ব্রিটেন ।

৪৬) সোনার প্যাগোডার বলা হয় –মায়ানমার ।

৪৭) ইউরোপের ক্রীড়াভূমি বলা হয় –সুইজারল্যান্ড ।

৪৮) প্রভাত শান্তির দেশ বলা হয় –কোরিয়া ।

৪৯) ভূমধ্য সাগরের দুর্গ বলা হয় –জিব্রাল্টার ।

৫০) লিলি ফুলের দেশ বলা হয় –কানাডা ।

No comments:

Post a Comment